মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

আমাদের কাছে সবার আগে ভোটারের নিরাপত্তা দেয়া গুরুত্বপূর্ণ-পুলিশ সুপার

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯ | প্রিন্ট  

আমাদের কাছে সবার আগে ভোটারের নিরাপত্তা দেয়া গুরুত্বপূর্ণ-পুলিশ সুপার

১৮ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও সূধীজনদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৩ মার্চ) বুধবার সন্ধ্যা ৭ টায় কুলাউড়া থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বিপিএম, পিপিএম।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার ( কুলাউড়া সার্কেল) মো. আবু ইউসুফ।


কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ মো. শামীম মুসার সভাপতিত্বে বক্তব্য দেন নৌকার প্রার্থী আসম কামরুল ইসলাম, আনারস মার্কার প্রার্থীর পক্ষে ইকবাল আহমদ শামীম, কুলাউড়া পৌর মেয়র সফি আলম ইউনুছ, আওয়ামী লীগ নেতা আব্দুল মুক্তাদির তোফায়েল, ইউপি চেয়ারম্যান আবু আহবাব চৌধুরী, মো. আতিকুর রহমান, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মাহবুবুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নেহার বেগম প্রমুখ।

এসময় প্রার্থীরা বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নিবার্চন উপহার দেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান । ভোটাররা যাতে উৎসব মুখর পরিবেশে ভোট সেন্টারে আসতে পারে সে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেন। মানুষ ভয়ে ভোট সেন্টারে আসতে চায় না। তাই আমাদের সুন্দর পরিবেশে নিবার্চন করতে হবে। অন্যান্য এলাকার চেয়ে আমাদের কুলাউড়ায় সুন্দর পরিবেশ রয়েছে। আশা করি আমরা সকল প্রার্থীরা এটা বজায় রাখব।


এসময় উপস্থিত ব্যাক্তিদের মন্তব্য পরামর্শ গ্রহন করে পুলিশ সুপার মো: শাহ জালাল বলেন, কোনো অন্যায় করলে কাউকে চাড় দেয়া হবে না। আমি র্দীঘ ৪বছর এই জেলায় রয়েছি শেষ সময়ে আমি চাই অতীতের মত সুষ্ঠু ও নিরপেক্ষ নিবার্চন । কারো কর্মীকে উষ্কানি দিবেন না, সে যদি অন্যায় করে তাহলে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো। আমাদের কাছে সবার আগে ভোটার এর নিরাপত্তা দেয়া গুরুত্বপূর্ণ। আপনারা নিবার্চনকে উৎসব মূখর পরিবেশ সৃষ্টি করুন। তাহলেই ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে উৎসাহ পাবে।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৫:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত