মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি কুবরাজের

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৭ আগস্ট ২০১৯ | প্রিন্ট  

আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি কুবরাজের

কুলাউড়া উপজেলায় আন্ত:পুঞ্জি উন্নয়ন সংগঠন (কুবরাজ) আদিবাসী ভাষা চর্চা সংরক্ষণে এগিয়ে আসুন”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনসহ ১০ দফা দাবি জানিয়েছে ।

৬ আগস্ট আন্ত:পুঞ্জি উন্নয়ন সংগঠন (কুবরাজ) এর আয়োজনে লক্ষীপুর মিশন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় এই দাবি জানান বক্তারা।


এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসীদের মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে কুলাউড়া এলাকায় আদিবাসী ভাষা ও সংস্কৃতি একাডেমি প্রতিষ্ঠা করতে হবে, যাতে আদিবাসী শিশুরা একাডেমীতে আদিবাসী ভাষা চর্চা, সংরক্ষণ ও বিকাশের চর্চা করতে পারে।

৫টি আদিবাসী ভাষায় প্রাথমিক স্তর পর্যন্ত পাঠ্যপুস্তক প্রণয়ন ও শিক্ষা কার্যক্রম চালু হয়েছে, কিন্তুু কোথাও পৃথকভাবে আদিবাসী শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। অবিলম্বে বিশেষ ব্যবস্থায় আদিবাসী শিক্ষক নিয়োগের প্রদক্ষেপ গ্রহণ করা। শিক্ষার মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আদিবাসীদের শিক্ষা বিস্তারে বিশেষ বাজেট বরাদ্দ রাখতে হবে। সমতল অঞ্চলের আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানের জন্য অবিলম্বে ভূমি কমিশন গঠন করা, আদিবাসীদের ঐতিহ্যগত ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি প্রদান করা, মৌলভীবাজার জেলার ঝিমাই, পাল্লাতল ও নাহার খাসিয়া পুঞ্জির খাসিয়াদের ভূমি অধিকার নিশ্চিত করা, চা-বাগানে বাগান কর্তৃক পুঞ্জি এলাকার গাছ কাটা বন্ধ করা, আদিবাসীদের উপর সাম্প্রদায়িক আক্রমণ, মিথ্যা মামলা, হুয়রানি ও অপ্রচার বন্ধ করা, আদিবাসী নারীসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া জাতিসংঘ ঘোষিত ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করার আহবানসহ ১০ দফা দাবি জানানো হয়।


অনুষ্ঠানে আন্ত:পুঞ্জি উন্নয়ন সংগঠন (কুবরাজ মানে কুলাউড়া, বড়লেখা , রাজনগর ও জুড়ী উপজেলা) এর সভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে ও কুলাউড়া আদিবাসী নারী উন্নয়ন ফেডারেশনের সভানেত্রী মনিকা খংলার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, লক্ষিপুর মিশনের পাল পুরোহিত ফাদার বাওয়েল ভ্যালেন্টাইন তালাং, আন্ত:পুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং, স্থানীয় ইউপি সদস্য সিলভেষ্টার পাঠাং, কারিতাসের সক্ষমতা প্রকল্পের জেপিও প্রকাশ চন্দ্র সরকার। কি নোট পেপার উপস্থাপন করেন আইপিডিএসের প্রকল্প সমন্বয়কারী অরিজেন খংলা। স্বাগত বক্তব্য দেন লক্ষিপুর মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার সুধীর গমেজ। অনুষ্ঠানের শুরুতে আদিবাসী জাতীয় সঙ্গীত পরিবেশন করেন লক্ষিপুর মিশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৬:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০৭ আগস্ট ২০১৯

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত