মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

আঠোর হলে কনেকে ঘরে তুলবেন বর

সংবাদমেইল২৪.কম | বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট  

আঠোর হলে কনেকে ঘরে তুলবেন বর

অনলাইন ডেস্ক:

বাল্য বিবাহ প্রতিরোধ ক্লাব এর প্রতিনিধিদের মাধ্যমে কুলাউড়ায় বাল্য বিবাহ প্রতিরোধ।
গতকাল ৩০ জানুয়ারী মঙ্গলবার কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের লালপুর গ্রামের এ বাল্য বিবাহ প্রতিরোধ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, বিআরডিবির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক তাজুল ইসলাম, ৮নং ওয়ার্ডের ইউ.পি সদস্য আজিজ চৌধুরী, ৭ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য আরিফুল ইসলাম বেলাল, সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ, মৌলভীবাজার জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাকির হোসেন মনির, স্থানীয় কাজী মাওঃ সৈয়দ লিয়াকত আলী, বাল্য বিবাহ প্রতিরোধ ক্লাবের রাউৎগাঁও ইউ.পি শাখা’র সমন্নয়ক সুমন আহমদ মিলন ও সুহেল আহমদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
গত ২৮ জানুয়ারী সোমবার কাজী মাওলানা সৈয়দ লিয়াকত আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ ও স্থানীয় মসজিদের ইমাম সালেহ আহমদসহ কনে ও বর পক্ষের মানুষের উপস্থিতিতে গোপনে বাল্য বিয়ে সম্পন্ন করা হয়। অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার খবর পেয়ে মঙ্গবার সন্ধ্যায় বাল্য বিবাহ প্রতিরোধ ক্লাব এর প্রতিনিধিরা কনের বাড়িতে উপস্থিত হয়ে উভয় পরিবারকে বাল্য বিয়ের কুফল এবং আইনী নিষেধাজ্ঞা অবগত করলে, তারা বিয়ে প্রতিরোধে রাজি হওয়ার কারণে বিধি মোতাবেক লিখিত অঙ্গিকার করেন। অঙ্গিকারনামায় উল্লেখ রয়েছে যে, প্রাপ্ত বয়স্ক না হওয়ার আগ পর্যন্ত কনে তার বাবার বাড়ীতে থাকবে। অঙ্গিকারনামায় স্বাক্ষরকারীরা হলেন, জনপ্রতিনিধি হিসেবে ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, উপজেলা বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক মো. তাজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল আজিজ রাহেল, সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ, কনের চাচা আব্দুল হান্নান, বর মো. জুনেদ মিয়া, কাজী মাওলানা সৈয়দ লিয়াকত আলী, বিয়ের মধ্যস্থতাকারী লুৎফুর রহমান, বরের পক্ষের আব্দুল মালিক, জায়েদ মিয়া, আব্দুল সালাম।


উল্লেখ্য, কনের বয়স আঠারো বছর হওয়ার পর টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামের মো. জুনেদ মিয়া আনুষ্ঠানিক ভাবে কনেকে ঘরে তোলে নেবেন বলে অঙ্গিকারনামায় স্বাক্ষর করেন।
কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদেমইল/টিআই


Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৬:২৪ অপরাহ্ণ | বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত