আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জাতীয় পাটি (জেপি মঞ্জু) প্রার্থী মুহিবুল কাদির চৌধুরী পিন্টু মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে ৭ জনের মনোনয়নপত্র চূড়ান্ত করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রোববার (২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল আহমদের তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এই আসনে যাদের মনোনয়নপত্র চূড়ান্ত করা হয়েছে তারা হলেন- মহাজোট সমর্থিত বিকল্পধারার এম এম শাহীন, জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত গণফোরামের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ,স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন, জাতীয় পার্টির অ্যাডভোকেট মাহবুবুল আলম শামিম,ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মতিউর রহমান, ইসলামী ঐক্যজোটের মাওলানা আসলাম হোসেন রহমানী, ওয়ার্কার্স পার্টির প্রশান্ত দেব ছানা।