বড়লেখায় তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওর পাড়ের বন্যা দূর্গত গরীব অসহায় ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
(১১ জুলাই) বুধবার বিকেলে বড়লেখা পলোয়ানবাড়ি অ্যাসোসিয়েশন ইউএসএ’র উদ্যোগে হাকালুকি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমেদ, বড়লেখা পলোয়ানবাড়ি অ্যাসোসিয়েশন ইউএসএ’র সদস্য আবুল কালাম ও তারেক হাসনাত, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক গৌছ উদ্দিন শুভ, পৌর ছাত্রলীগের সভাপতি ছিদ্রাতুল কাদের আবির প্রমুখ।
উল্লেখ্য,এসময় বন্যার্ত প্রত্যেক পরিবারকে ৪ কেজি করে চাল ও আটা, দুই কেজি করে আলু এবং খাবার স্যালাইন এবং মশার কয়েল দেওয়া হয়।