একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি এম এম শাহীন।
শুক্রবার বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) মান্নানের হাতে এম এম শাহীনসহ তিনজনের চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিকল্পধারার মহাসচিব বলেন,আমরা তিনটি আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছি। আরও কয়েকটিতে পাব বলে আশা করছি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করেছে আওয়ামী লীগ।
আজ শুক্রবার ধানমণ্ডিতে দলের সভানেত্রীর কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের চিঠি দেয়া শুরু হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে নিজ নিজ আসনের চিঠি নিচ্ছেন প্রার্থীরা।