কুলাউড়ার ঐতিহ্যবাহী কামাল মিষ্টি ঘরের আয়োজনে র্যাফেল ড্র অনুষ্টিত হয়েছে।
(৬ মে) রবিবার বিকেলে ব্যবসা প্রতিষ্ঠানে কামাল মিষ্টি ঘরের সত্বাধিকারী ফারুক আহমদ কামালের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র জয়নাল আবেদিন বাচ্চু,কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল,পৌর কাউন্সিলার মানজুরুল আলম চৌধুরী খোকন,টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির জামান খান জাকি,রাউৎগাও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মোক্তাদির মনু প্রমুখ।
র্যাফেল ড্র অনুষ্ঠানে কুপন তুললে প্রথম পুরষ্কার (একটি ফ্রিজ) পেয়েছেন ব্যবসায়ী কল্যান সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান খালিক,২য় সেলাই মেশিন,৩য় একটি স্বর্নের আংটি তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।