কুলাউড়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরের মৃত্যু হয়েছে। নিহত জাকির রাউৎগাঁও ইউনিয়নের উত্তর মনরাজ গ্রামের মোঃ সাজ্জাদ আলীর ছেলে।
(২৭ অক্টোবর) শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার মনরাজ এলাকায় বসত ঘরের পাশে একটি গাছের ডাল কাটার জন্য গাছে ওঠে। এসময় গাছের ডাল পার্শ্ববর্তী বৈদ্যুতিক লাইনে পড়ে গেলে জাকির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের নিচে পড়ে যায়।
স্থানীয় লোকজন তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ তার লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মূসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কুলাউড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।